সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকিতে দিনের সাধন
কেন করলে না...
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে,
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে,
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনায়...
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।
অমাবস্যাও পূর্নিমা হয়
মহাজন সে দিনের উদয়,
অমাবস্যাও পূর্নিমা হয়
মহাজন সে দিনের উদয়।
লালন বলে তাহার সময়
দনডোমো রহে না...
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।
সময় গেলে......
সময় গেলে...
সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না...
দিন থাকিতে দীন এর সাধন....
ReplyDeleteজানো না মন খালে বিল এ
মীন থাকে না জল শুকালে
কি হয় তখন বাঁধন দিলে
নদীর শুকনা মোহনায়।
.....
লালন বলে তাহার সময়
দণ্ডেক রহে না।
Pls English for us pls. I love this song
ReplyDeleteContact with +918250175521
DeleteRight.era lyrics ma mashi kore fele....original lalon er sur ar katha era eche mato nasto kore.egulo reserved haoa uchit
Delete"অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে।
ReplyDeleteগাছ যদি হয় বিজের জোরে, তাতে ফল ধরেনা"
......এটা ২য় অন্তরা ,,, এটা কোথায় গেল???