মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে...
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।(x2)
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
হব বলে চরণ-দাসী।
ও তা হয় না কপাল-গুণে,
ও তা হয় না কপাল-গুণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন।
ঐ রূপ হেরি এ দর্পণে,
ঐ রূপ হেরি এ দর্পণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে...
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
Very very nice
ReplyDeleteRest portion where ?
ReplyDeleteAwesome and life oriented song
ReplyDeleteLast part of this song is missing..
ReplyDeleteযখন ওই রূপ স্মরণ হয়
থাকে না লোক লজ্জারও ভয়। (২)
লালন ফকির ভেবে বলে সদাই (২)
প্রেম করে যে সেই জানে (২)
মিলন হবে কত দিনে....
thank you
DeleteYes
DeleteYes
DeleteRight 👍
ReplyDeleteNice
ReplyDeleteসত্যি লিরিক্স লেখা অনেক সুন্দর হয়েছে। আমি এতটুকু বলতে চাই .... এগিয়ে যান।
ReplyDeletemidasfl
অনেক সুন্দর হয়েছে লিরিক্স .......
ReplyDeleteoniket Prantor lyrics
🖤
ReplyDelete"মিলন হবে কত দিনে" গানের লিরিক্স লেখা ভালো হয়েছে।
ReplyDeleteআরো দেখুন -
স দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
ভালো লাগলোসৌদি আরবের নারীদের ছবি
ReplyDeleteGood
ReplyDeleteGood
ReplyDelete