মিলন হবে কত দিনে(Milon Hobe Koto Dine) Lyrics by Fakir Lalon Shah | Moner Manush Movie Song

16 comments
http://lyricsbanglasongbd.blogspot.com/

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে... 
আমার মনের মানুষের সনে, 
আমার মনের মানুষের সনে।(x2) 

চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
হব বলে চরণ-দাসী। 
ও তা হয় না কপাল-গুণে, 
ও তা হয় না কপাল-গুণে।
আমার মনের মানুষের সনে, 
আমার মনের মানুষের সনে।

মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন। 
ঐ রূপ হেরি এ দর্পণে, 
ঐ রূপ হেরি এ দর্পণে।
আমার মনের মানুষের সনে, 
আমার মনের মানুষের সনে।

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে... 
আমার মনের মানুষের সনে, 
আমার মনের মানুষের সনে। 


16 comments:

  1. Awesome and life oriented song

    ReplyDelete
  2. Last part of this song is missing..

    যখন ওই রূপ স্মরণ হয়
    থাকে না লোক লজ্জার‌ও ভয়। (২)
    লালন ফকির ভেবে বলে সদাই (২)
    প্রেম করে যে সেই জানে (২)
    মিলন হবে কত দিনে....

    ReplyDelete
  3. সত্যি লিরিক্স লেখা অনেক সুন্দর হয়েছে। আমি এতটুকু বলতে চাই .... এগিয়ে যান।
    midasfl

    ReplyDelete
  4. অনেক সুন্দর হয়েছে লিরিক্স .......

    oniket Prantor lyrics

    ReplyDelete
  5. "মিলন হবে কত দিনে" গানের লিরিক্স লেখা ভালো হয়েছে।
    আরো দেখুন -
    স দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

    ReplyDelete