মোদের গরব মোদের আশা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
মাগো তোমার কোলে,
মাগো তোমার কোলে, তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
কি যাদু বাংলা গানে,
কি যাদু বাংলা গানে
গান গেয়ে দাঁড় মাঝি টানে....
গেয়ে গান নাচে বাউল,
গেয়ে গান নাচে বাউল
গান গেয়ে ধান কাটে চাষা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
বিদ্যাপতি, চণ্ডী-গোবিন্, হেম-মধু, বঙ্কিম-নবীন...
বিদ্যাপতি, চণ্ডী-গোবিন্, হেম-মধু, বঙ্কিম-নবীন।
ঐ ফুলেরই মধুর রসে
ঐ ফুলেরই মধুর রসে, বাঁধলো সুখে মধুর বাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
বাজিয়ে রবি তোমার বীণে,
আনলো মালা জগৎ জিনে।
বাজিয়ে রবি তোমার বীণে,
আনলো মালা জগৎ জিনে...
তোমার চরণ-তীর্থে মাগো
তোমার চরণ-তীর্থে মাগো
আজি জগৎ করে যাওয়া-আসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
ঐ ভাষাতেই প্রথম বোলে,
ডাকনু মায়ে ‘মা, মা’ বলে;
আমি ঐ ভাষাতেই প্রথম বোলে,
ডাকনু মায়ে ‘মা, মা’ বলে।
ঐ ভাষাতেই বলবো হরি,
আমি ঐ ভাষাতেই বলবো হরি
সাঙ্গ হলে কাঁদা হাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
মাগো তোমার কোলে,
মাগো তোমার কোলে, তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
amazing, really helpful
ReplyDeleteখুব সুন্দর লিখেছেন
ReplyDeleteI sang this song on 21 February 🥺🙏❣️
ReplyDeleteএই ভাষা তেই নিতাই গোড়া,
ReplyDeleteআনলো শেষ এ ভক্তি ধারা।
এই লাইন missing ?????
হ্যা।
Deleteধর্মীয় গোড়ামি।
আমি ঐ ভাষাতেই বলবো "হরি"।
এটা বলে একটু পাপমোচন করতে পারে।।।।
গোড়ামি না। কথাটা ভালো করে বুঝুন। পাকিস্তানীর দল!
Deleteআসলেই তো । আমিও একই কথা বলতে চাই।
DeleteVery nice song
ReplyDelete