Valo Achi Valo Thako(ভালো আছি ভালো থেকো) Lyrics by Andrew Kishor

7 comments


ভালো আছি, ভালো থেকো

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
ভালো আছি,
ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি ।।
বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ ।।
তেমনি তোমার নিবিঢ চলা ভিতরের এই বন্দরে

আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।
ভালো আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায় চিঠি লিখো ।।
দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।
ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ীর আবডালে ফসলের ধুম ।।
তেমনি তোমার নিবিঢ ছোয়া গভীরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।
ভালো আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায় চিঠি লিখো ।।
দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।

7 comments:

  1. Reaching the best degree and styleOf rhyming is likewise crucial while writing lyrics due to the fact when the lyrics rhyme too much they will seem childish. in assessment, too few rhymes may additionally reason your lyrics to sound random and unpolished. the matching of lyrical content material of the track with its melody and rhythm additionally wishes to be considered in writing track lyrics because it contributes in making the tune particular and catchy.

    For more interesting things Visit Now this website.

    ReplyDelete
  2. This post is really Awesome. You wanna read more post like this? Follow This Link

    ReplyDelete
  3. সর্বত মঙ্গলও রাধে বিনোদিনী রাই,
    বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই।
    একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়,
    পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়। See More

    ReplyDelete