Sei Tumi Keno Eto Ochena Hole(সেই তুমি কেন এতো অচেনা হলে) lyrics by Ayub Bacchu | LRB

1 comments
yricsbanglasongbd.blogspot.com


সেই তুমি কেন এতো অচেনা হলে

সেই তুমি কেন এত অচেনা হলে 
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম। 
কেমন করে এত অচেনা হলে তুমি 
কিভাবে এত বদলে গেছি এই আমি। 
ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে 
চলো বদলে যাই......

তুমি কেন বোঝনা 
তোমাকে ছাড়া আমি অসহায়, 
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে। 
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে 
তুমি ক্ষমা করে দিও আমায়। 

কত রাত আমি কেঁদেছি 
বুকের গভীরে কষ্ট নিয়ে। 
শূন্যতায় ডুবে গেছি আমি 
আমাকে তুমি ফিরিয়ে নাও।

তুমি কেন বোঝ না 
তোমাকে ছাড়া আমি অসহায়, 
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

যতবার ভেবেছি ভুলে যাব 
তারও বেশি মনে পড়ে যায়। 
ফেলে আসা সেই সব দিনগুলো 
ভুলে যেতে আমি পারি না। 

তুমি কেন বোঝনা 
তোমাকে ছাড়া আমি অসহায়, 
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।  
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে 
তুমি ক্ষমা করে দিও আমায়......

সেই তুমি কেন এত অচেনা হলে 
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম। 
কেমন করে এত অচেনা হলে তুমি 
কিভাবে এত বদলে গেছি এই আমি। 
ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে 
চলো বদলে যাই......

তুমি কেন বোঝনা 
তোমাকে ছাড়া আমি অসহায়, 
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে। 
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে 
তুমি ক্ষমা করে দিও আমায়। 

1 comment:

  1. The process of writing music lyrics requires several classes of steady modifying, which is instrumental in making the songMore appealing and remarkable. revel in and information in writing lyrical content material facilitates spike up the creativity stage, which ultimately results inside the creation of a popular music. the combination of melody with phrases, chord development, sounds and rhythms of the songs are a few important elements to be considered at some point of the procedure of writing lyrics for songs and subsequently leads as much as the creation of a success track. when you have notion of a few lyrics and you want to achieve global popularity youNeed to follow all the components discussed above.

    Visit Now

    ReplyDelete