Tumi Kon Kanoner Ful (তুমি কোন কাননের ফুল) Lyrics by Srikanta Acharya | Rabindra Sangeet

0 comments

তুমি কোন কাননের ফুল

তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি   যেন কোন্ স্বপনের পারা ॥
তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।

কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি।

শুধু  মনের মধ্যে জেগে আছে   ওই নয়নের তারা ॥
তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।

তুমি  কথা কোয়ো না,   তুমি  চেয়ে চলে যাও।
এই  চাঁদের আলোতে   তুমি  হেসে গ'লে যাও।

আমি  ঘুমের ঘোরে চাঁদের পানে  চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার  আঁখির মতন দুটি তারা  ঢালুক কিরণধারা ॥

তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি   যেন কোন্ স্বপনের পারা ॥
তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।॥॥॥

No comments:

Post a Comment