Amay Gethe Daona Mago (আমায় গেঁথে দাওনা মাগো) Lyrics by Runa Laila

0 comments

আমায় গেঁথে দাওনা মাগো

শিল্পিঃ রুনা লায়লা
সুরকারঃ আলাউদ্দিন আলী
গিতিকারঃ নজরুল ইসলাম বাবু

আমায় গেঁথে দাওনা মাগো 
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা। 
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা। 
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।

আসি বলে আমায় ফেলে
সেই যে গেল ভাই
তিন ভুবনের কোথায় গেলে
ভাইয়ের দেখা পাই। 
দেবো তারই সমাধিতে আমি
তোমরা হাতের মালা
ভাই হারানোর জ্বালা। 
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা। 
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা। 

আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা। 

তারই শোকে কোকিল ডাকে
ফোটে বনের ফুল
ফুল পাবনের মধুর তিথী
কেঁদে হয় আকুল। 
আজও তারই স্মরন করে সবাই
সাজাই ফুলের ডালা
ভাই হারানোর জ্বালা। 
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা, 
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা। 
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা। 


No comments:

Post a Comment