আমায় গেঁথে দাওনা মাগো
শিল্পিঃ রুনা লায়লা
সুরকারঃ আলাউদ্দিন আলী
গিতিকারঃ নজরুল ইসলাম বাবু
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
আসি বলে আমায় ফেলে
সেই যে গেল ভাই
তিন ভুবনের কোথায় গেলে
ভাইয়ের দেখা পাই।
দেবো তারই সমাধিতে আমি
তোমরা হাতের মালা
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
তারই শোকে কোকিল ডাকে
ফোটে বনের ফুল
ফুল পাবনের মধুর তিথী
কেঁদে হয় আকুল।
আজও তারই স্মরন করে সবাই
সাজাই ফুলের ডালা
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।