Aji Jato Tara Tabo Akashe(আজি যত তারা তব আকাশে) Lyrics Rabindra Nath Tagore

http://lyricsbanglasongbd.blogspot.com/

আজি যত তারা তব আকাশে

আজি যত তারা তব আকাশে
            সবে মোর প্রাণ ভরি প্রকাশে॥
নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
  তব নিকুঞ্জের মঞ্জরী যত আমারি অঙ্গে বিকাশে॥
দিকে দিগন্তে যত আনন্দ লভিয়াছে এক গভীর গন্ধ,
  আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উছাসে।
      আজি কোনোখানে কারেও না জানি,
      শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে বাঁশরির সুরে বিলাসে॥

No comments:

Post a Comment