Oi Chand Mukhe Jeno Lagena Grohon(ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ) Lyrics by Andrew Kishore

lyricsbanglasongbd.blogspot.com


ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন। 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

হাজার বছর বেঁচে থাক তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ। 
দুঃখ ব্যথা সব ভুলে যাই যে
দেখলে তোমার ঐ মুখ। 
ফুলও তুমি ফাগুনও তুমি, 
গন্ধ বিলাও সারাক্ষণ। 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

স্বপ্ন তোমার মনে যত আশা, 
সবই যেন পূর্ণ হয়। 
আমারি তুমি এই পৃথিবীতে, 
ও প্রিয়া আর কারো নও। 
দিনও তুমি রাতও তুমি, 
ফুরাবে না কভু প্রয়োজন। 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন, 
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন, 
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

No comments:

Post a Comment