Manbo Na Ami Mani Na(মানবনা আমি মানি না) Lyrics ft Fuad | Tashan | Chinigura Prem Drama Song

http://lyricsbanglasongbd.blogspot.com/


মানবনা আমি মানি না

জোছনা রাত রোদেলা দুপুরে
অথবা ঘুমের ঘোরে, 
কাছে আসার কল্পনায় থাকো যত দূরে
সব কিছু আজ লাগছে ভাল, 
রাতেও আকাশে আলো। 
আমি যেদিকে যাই যেখানে তাকাই
ভাবছি তোমাকে আরও। 
কাছে এসে হাতটি ধরে
ভালবাস চোখটা বুঝে।

মানবনা আমি মানি না
কোনও শাসন বারণ, 
চাই তোমাকে চাই এখুনি
কারন অকারণ।
মানবনা আমি মানি না
কোনও শাসন বারণ, 
চাই তোমাকে চাই এখুনি
কারন অকারণ।

মেঘলা দিন আর ব্যস্ত শহর
অচেনা মুখের ভিড়ে, 
তোমার চোখে তোমার হাসিতে আমি আসি ফিরে। 

সব কিছু আজ লাগছে ভাল 
রাতেও আকাশে আলো। 
আমি যেদিকে যাই যেখানে তাকাই
ভাবছি তোমাকে আরও। 
কাছে এসে হাতটি ধরে
ভালবাস চোখটা বুঝে। 

মানবনা আমি মানি না
কোনও শাসন বারণ, 
চাই তোমাকে চাই এখুনি
কারন অকারণ।
মানবনা আমি মানি না
কোনও শাসন বারণ, 
চাই তোমাকে চাই এখুনি
কারন অকারণ।

মানবনা আমি মানি না
কোনও শাসন বারণ, 
চাই তোমাকে চাই এখুনি
কারন অকারণ।

No comments:

Post a Comment