Jodi Mon Kade(যদি মন কাঁদে) Lyrics & MP3 by Shawon & SI Tutul

http://lyricsbanglasongbd.blogspot.com/


যদি মন কাঁদে

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়……
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়……। 

এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায় ।
চলে এসো, তুমি চলে এসো
এক বরষায়……
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়……। 

যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি,
যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি।

উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, 
ঝলকে ঝলকে নাচিবে বিজলী আলো। 
তুমি চলে এসো
এক বরষায়…
যদি মন কাঁদে
তুমি চলে এসো
এক বরষায়……। 

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মল্লা বৃষ্টিরও মনে মনে,
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মল্লা বৃষ্টিরও মনে মনে। 
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে। 
চলে এসো, চলে এসো
এক বরষায়………

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়……
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো 
এক বরষায়……। 

No comments:

Post a Comment