Emon Ekta Tumi Chai(এমন একটা তুমি চাই) Lyrics & MP3 by IMRAN

http://lyricsbanglasongbd.blogspot.com/


এমন একটা তুমি চাই

আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।
আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
ভালোবাসা দেবো পুরোটা......

আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।

আমি কত ছলে কৌশলে তোমায় ভালোবেসে যাই,
এতো করে চাই আমি বলো আর কিভাবে বোঝাই।

আমি কত ছলে কৌশলে তোমায় ভালোবেসে যাই,
এতো করে চাই আমি বলো আর কিভাবে বোঝাই।
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
তুমি একবার বলো যদি, 
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
ভালোবাসা দেবো পুরোটা......

আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই....

তুমি থাকো দূরে আড়ালে বোঝ না কেন যে আমায়,
কতশত বাহানা একটু পাওয়ার আশায়। 

তুমি থাকো দূরে আড়ালে বোঝ না কেন যে আমায়,
কতশত বাহানা একটু পাওয়ার আশায়। 
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
তুমি একবার বলো যদি, 
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
ভালোবাসা দেবো পুরোটা......
********************
আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।

No comments:

Post a Comment