Amar Ekla Akash(আমার একলা আকাশ ) Lyrics & MP3 by Shreya Ghoshal

http://lyricsbanglasongbd.blogspot.com/


আমার একলা আকাশ 

আমার একলা আকাশ 
থমকে গেছে রাতের স্রোতে ভেসে, 
শুধু তোমায় ভালবেসে। 
আমার দিনগুলো সব 
রঙ চিনেছে তোমার কাছে এসে, 
শুধু তোমায় ভালবেসে। 
তুমি চোখ মেললেই 
ফুল ফুটেছে আমার ছাদে এসে, 
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় 
তোমার ভালবেসে। 
আমার একলা আকাশ 
থমকে গেছে রাতের স্রোতে ভেসে, 
শুধু তোমায় ভালবেসে। 

আমার ক্লান্ত মন 
ঘর খুঁজেছে যখন, 
আমি চাইতাম পেতে চাইতাম 
শুধু তোমার টেলিফোন। 
ঘর ভরা দুপুর 
আমার একলা থাকার সুর, 
রোদ গাইতো আমি ভাবতাম 
তুমি কোথায় কতদুর। 
আমার বেসুর গিটার 
সুর বেঁধেছে তোমার কাছে এসে, 
শুধু তোমায় ভালবেসে। 

আমার একলা আকাশ 
রাত চিনেছে তোমার হাসি হেসে, 
শুধু তোমায় ভালবেসে। 

অলস মেঘলা মন
আমার আবছা ঘরের ঘরের কোণ
চেয়ে রইতো ছুটে চাইতো 
তুমি আসবে আর কখন। 
শ্রান্ত ঘুঘুর ডাক 
ধুলো মাখা বইয়ের তাক, 
যেন বলছে যেন বলছে 
থাক অপেক্ষাতেই থাক। 

আমার একলা আকাশ 
থমকে গেছে রাতের স্রোতে ভেসে, 
শুধু তোমায় ভালবেসে। 
আমার দিনগুলো সব 
রঙ চিনেছে তোমার কাছে এসে, 
শুধু তোমায় ভালবেসে। 

No comments:

Post a Comment