Aami Chiro Tore dure chole jabo(আমি চিরতরে দূরে চলে যাব) - Anup Ghoshal | Kazi Nazrul Islam

http://lyricsbanglasongbd.blogspot.com/
                                                                  

আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেবনা ভুলিতে।
আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেবনা ভুলিতে।
আমি বাতাস হইয়া জড়াইব কেশ,
বেণী যাবে যবে খুলিতে।।
তবু আমারে দেবনা ভুলিতে।

তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।

আসিবে তোমার পরমোৎসবো
কত প্রিয়জন কে জানে,
মনে প’ড়ে যাবে–
কোন্‌ সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে, হায়!
চমকি’ থামিয়া যাবে বেদনায়
দেখিবে, কে যেন ম’রে পরে আছে
দেখিবে, কে যেন ম’রে পরে আছে
তোমার পথের ধূলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।

আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেবনা ভুলিতে।

No comments:

Post a Comment