Tumi Chander Jochona Nou Lyric(তুমি চাঁদের জোছনা নও)- Hridoyer Aina| Riaz & Ayna

Tumi Chander Jochona Nou

তুমি চাঁদের জোছনা নও 

তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাঁদের জোছনা নও
ফুলের উপমা নও
নও কোন পাহাড়ি ঝর্ণা
আয়না আ আ আ আ
তুমি হৃদয়ের আয়না

তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারই গয়না
আয়না আ আ আ আ
আমি হৃদয়ের আয়না

কবির লেখা যত কবিতা
শিল্পীর আঁকা যত ছবি
তোমার তুমির কাছে
হার মেনে যায় যেন সবই

সাঁঝের বেলা রাঙ্গানো তুলি
বর্ষাকালের ভরা নদী
তোমার রূপের কাছে
হার মেনে যায় যেন সবই

তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারই গয়না
আয়না আ আ আ আ
আমি হৃদয়ের আয়না

বাবুই পাখির সাজানো বাসা
ময়না পাখির কথাগুলো, 
তোমার গুণের কাছে
সবকিছু হার মেনে গেলো। 
ভালবাসার রূপালী তারা
সূর্যের মাঝে যত আলো, 
তোমার প্রেমের কাছে
সবকিছু হার মেনে গেলো। 

তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাঁদের জোছনা নও
ফুলের উপমা নও। 
নও কোন পাহাড়ি ঝর্ণা, 
আয়না আ আ আ আ
তুমি হৃদয়ের আয়না। 

তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও। 
তুমি শুধু আমারই গয়না
আয়না আ আ আ আ
আমি হৃদয়ের আয়না।

তুমি হৃদয়ের আয়না,
আমি হৃদয়ের আয়না। 


4 comments: